Friday, May 3, 2024
বলিউড

১৩ বছরে এই প্রথম, ঈদে ধুঁকছে সলমনের ছবির ব্যবসা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতি বছরই ঈদ উপলক্ষে মুক্তি পায় বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) ছবি। গত ১৩ বছর ধরে চলে আসছে এই রীতি। যদিও করোনার কারণে ছন্দপতন হয়েছিল। এবারের ঈদে মুক্তি পেয়েছ ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki jaan)। গত ২১ এপ্রিল ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি।

২০১৯ সালের পর ২০২৩ সালে ঈদে মুক্তি পেয়েছে সলমনের ছবি। ছবির প্রথম দিনের সংগ্রহ কেমন ছিল? ২১ এপ্রিল, ঈদের আগের দিন ছবি ব্যবসা করেছে ১৫ কোটি ৮১ লাখ।

উল্লেখ্য, ২০১০ সালে ঈদে মুক্তি পেয়েছিল সলমনের দাবাং। এরপর থেকে প্রতি ঈদে মুক্তি পেয়েছে ভাইজানের ছবি। চলুন দেখে নেওয়া যাক বিগত ১৩ বছরে সলমনের মুক্তি পাওয়া সিনেমার ব্যবসা কেমন ছিলো-

২০১০  – দাবাং – ১৪ কোটি ৫০ লক্ষ

২০১১  -বডিগার্ড – ২১ কোটি ৬০ লক্ষ

২০১২ – এক থা টাইগার – ৩২ কোটি ৯৩ লক্ষ

২০১৪ – কিক – ২৬ কোটি – ৪০ লক্ষ

২০১৫ – বজরঙ্গি ভাইজান – ২৭ কোটি ২৫ লক্ষ

২০১৬ – সুলতান – ৩৬ কোটি ৫৪ লক্ষ

২০১৭ – টিউবলাইট – ২১ কোটি ১৫ লক্ষ

২০১৮ – রেস থ্রি – ২৯ কোটি ১৭ লক্ষ

২০১৯ – ভারত – ৪২ কোটি ৩০ লক্ষ

২০২৩ – কিসি কা ভাই কিসি কি জান – ১৫ কোটি ৮১ লক্ষ