Thursday, May 16, 2024
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে কিম-ট্রাম্প বৈঠক নিয়ে আগ্রহ বেশি ট্রাম্পের!

নিউওয়ার্ক: আন্তর্জাতিক মহলে উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে ১২ জুন বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে বৈঠক সফল বা ব্যর্থ যা-ই হোক, অন্তত বৈঠকটি হোক সেটা চান ট্রাম্প। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, তাঁর এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।

ট্রাম্প আরও জানান, ‘কিম জং-উন এবং আমার বৈঠক আয়োজনের পূর্বপ্রস্তুতির জন্য মার্কিন প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। আমি বিশ্বাস করি, উত্তর কোরিয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং একদিন বড় অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। এ বিষয়ে কিম জং-উন একমত আমার সঙ্গে। এটা হতে যাচ্ছে।’

উত্তর কোরিয়ার সাথে শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আবে-ট্রাম্পের ফোনালাপের পর হোয়াইট হাউজের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছে। ট্রাম্প ও শিনজো আবে ১২ জুনের  সম্ভাব্য বৈঠকের আগে সাক্ষাৎ করতে পারেন বলে হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়েছে।