Wednesday, April 23, 2025
দেশ

কাশ্মীরি মুসলিমদের জি-২০ সম্মেলন ‘বানচাল’ করার ডাক দিল খালিস্তানপন্থীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানপন্থীদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। এবার কাশ্মীরি মুসলিমদের দিল্লিতে জি-২০ সম্মেলন বানচাল করার ডাক দিল খালিস্তানপন্থীরা। ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলন যাতে সুষ্টভাবে সম্পন্ন না হতে পারে তার ডাক দিয়েছেন তারা।

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লিতে আসবেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রপ্রধানরা। এই অনুষ্ঠান যাতে সফল না হয় তার ডাক দিয়েছে খালিস্তানপন্থীরা।

খালিস্তানপন্থী গুরপাতওয়ান্ত সিং পান্নু (Gurpatwant Singh Pannun) বলেন, ‘দিল্লির প্রগতি ময়দান যেখানে জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে সবাই মিছিল নিয়ে যান। দিল্লি বিমানবন্দরে খালিস্তানি পতাকা তুলুন।’

খালিস্তানপন্থী নেতার হুমকিবার্তা সামনে আসতেই কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি।