Monday, December 11, 2023
দেশ

ওড়িশায় ২ ঘণ্টায় ৬১ হাজার বার বজ্রপাত, প্রাণ হারালেন ১২ জন

লকাতা ট্রিবিউন ডেস্ক: ওড়িশায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল! ওড়িশায় ২ ঘণ্টায় পরপর ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৪ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

প্রায় প্রতি বছর বজ্রপাতের কারণে ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এত অল্প সময়ের ব্যবধানে এত পরিমাণ বিদ্যুৎ চমকানোর ঘটনা বিরল। ওড়িশা এই ভয়ানক ঘটনা ঘটে গেল।

বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে ঘরের বাইরে থাকবেন না। বিদ্যুৎ চমকানোর সময় ঘরের দরজা, জানলা বন্ধ করে রাখুন।