Wednesday, May 1, 2024
দেশ

পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ১ টাকা কমালো কেরলের বাম সরকার

কেরল: পেট্রোল, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কেরলের বাম সরকার। শুক্রবার দুই জ্বালানিতে ১ টাকা করে কর কমাল। আগামী শুক্রবার অর্থাৎ ১ জুন থেকে লিটার প্রতি পেট্রোল ডিজেলের দাম এক টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সিপিএম সরকার ৷ গোটা দেশের মধ্যে কেরলই প্রথম রাজ্য যারা পেট্রল-ডিজেলের দাম কমালো। যা দেশের অন্যান্য রাজ্যের সামনে যে নজিরবিহীন সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য।

বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই কি এই সিদ্ধান্ত রাজ্যের? এর উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই ভাইজান বলেন, ”এতে রাজ্য সরকারের ৫০৯ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে চলেছে। কিন্তু তা স্বত্ত্বেও সাধারণ মানুষের কথা ভেবেই এই পদক্ষেপ।’ একইসঙ্গে পেট্রোল, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির বিষয়ে কেন্দ্রের উপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘’সারা দেশ জুড়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। কিন্তু তা স্বত্ত্বেও কেন্দ্র একেবারে চুপ এই বিষয়ে।’’

এদিকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়, গোটা দেশে ৫৬ থেকে ৬৩ পয়সা কমেছে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়ে দেয়, টাইপিংয়ের ভুলের জন্য এই সমস্যা হয়েছে। দাম কমেছে লিটার প্রতি মাত্র ১ পয়সা।

প্রসঙ্গত, গত ১৫ দিন ধরে এক নাগাড়ে দুই জ্বালানির দাম বাড়তে বাড়তে এখন লিটার প্রতি দাম কোনও কোনও শহরে ৯০ টাকার কাছাকাছি। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৮১ টাকা ১৫ পয়সা। আজ কমে দাঁড়িয়েছে ৮০ টাকা ৮৭ পয়সায়। অন্যদিকে ডিজেলেরও দাম কমেছে বেশ কিছুটা। আজ কলকাতায় ডিজেল লিটার প্রতি ৭১ টাকা ৩০ পয়সা। গতকাল ডিজেলের দাম ছিল ৭১ টাকা ৯৪ পয়সা। এই পরিস্থিতিতে কেরলের মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিল বাম সরকার।