Wednesday, May 15, 2024
দেশ

পেট্রোল-ডিজেলের দাম এক টাকাও কমাবে না বাম শাসিত কেরল সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার পেট্রোল-ডিজেলের শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পেট্রোল লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা কমেছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলিকে পেট্রোল ডিজেলের ওপর থেকে কর কমানোর আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই অসম, গোয়া, ত্রিপুরা, উত্তর প্রদেশ, বিহার-সহ বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য পেট্রোল ডিজেলের উপর থেকে কর কমিয়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলিও কর কমানোয় জ্বালানির দাম অনেকটাই কমেছে। কিন্তু বাম শাসিত কেরল সরকার সাফ জানিয়ে দিল, তাঁরা পেট্রোল-ডিজেলের উপর থেকে কর কমাবে না।

বৃহস্পতিবার কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল (KN Balagopal) বলেছেন, কেরল সরকার জ্বালানির উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমাবে না। কারণ তাঁদের রাজ্যে গুরুতর অর্থনৈতিক সংকট চলছে। রাজ্য কেবলমাত্র কেন্দ্র সরকারের কাছ থেকে হ্রাসের অনুপাতে দাম কমাতে পারে।

কেরলের অর্থমন্ত্রীর অভিযোগ, পেট্রোল ডিজেলের উপর থেকে যথাক্রমে ৫ ও ১০ টাকা দাম কমিয়ে কেন্দ্রীয় সরকার মুখ বাঁচানোর জন্য একটি অস্থায়ী ব্যবস্থা এবং মানুষের চোখে ধুলো দিচ্ছে।

কে এন বালাগোপাল বলেন, কেন্দ্রীয় সরকারের উচিৎ ডিজেল এবং পেট্রোলে প্রতি লিটারে ৩০ টাকা বিশেষ কর এবং সেস কমানো। পেট্রোপণ্যের আন্তর্জাতিক মূল্যের ওঠানামা নির্বিশেষে রাজ্যগুলি অতিরিক্ত করের মাধ্যমে সংগৃহীত রাজস্বের অংশ পাচ্ছে না।
কেরলের অর্থমন্ত্রী বলেন, ‘জনগণের তীব্র প্রতিবাদের পর কেন্দ্র সরকার পেট্রোল এবং ডিজেলের উপর থেকে শুল্ক সামান্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে ক্রমবর্ধমান জনরোষের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে মুখ বাঁচাতে এটা করা হয়েছে। তবে এটি আসলে একটি চক্রান্ত। জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য।’