Monday, May 20, 2024
দেশ

‘সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেন সফর পুরোপুরি ফ্রি করা হোক’, মোদীকে চিঠি কেজরিওয়ালের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে ট্রেন সফরের সুবিধা দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এমনটাই দাবিই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মোদীকে লেখা চিঠি কেজরিওয়াল বলেছেন, “লোকসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, প্রবীণ নাগরকিদের ট্রেন সফরে ছাড় তুলে দেওয়ায় ভারতীয় রেলের বছরে ১৬০০ কোটি টাকা খরচ বেঁচেছে। কেন্দ্রের ৪৫ লক্ষ কোটি টাকার বাজেট রয়েছে। সেখানে ১৬০০ কোটি টাকার কথা ভাবলে চলবে না। প্রবীণদের প্রতি আমাদের দায়িত্বের কথা মাথায় রাখতে হবে। কোনও সমাজ এবং দেশ তার বয়স্কদের আশীর্বাদ ছাড়া উন্নতি করতে পারে না।তাই সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেন সফর বিনামূল্যে করে দেওয়া হোক।”

উল্লেখ্য, ৬০ বছরের উর্ধ্বে প্রবীণ নাগরিকদের ট্রেন সফরে বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল। কিন্তু করোনাকালীন সময়ে সেই ছাড়ের সুবিধা তুলে নেওয়া হয়। কিন্তু সেই ছাড় চালু করা হয়নি। এর মধ্যেই প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন সফর পুরোপুরি ফ্রি করে দেওয়ার দাবি জানালেন কেজরিওয়াল।