Sunday, May 19, 2024
বিনোদন

Y+ নিরাপত্তা পেয়ে অমিত শাহকে ধন্যবাদ জানালেন কঙ্গনা রানাওয়াত

মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর থেকে বলিউডের বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করছেন কঙ্গনা। সম্প্রতি মুম্বাইকে ‘পাক অধিকৃত কাশ্মীরের’ সঙ্গে তুলনা করেন কঙ্গনা। পাশাপাশি, মুম্বাইতে ‘তালিবান সাম্রাজ্য’ চালানো হচ্ছে বলেও তোপ দাগেন অভিনেত্রী। যার ফলে শিবসেনা এবং মহারাষ্ট্র সরকারের রোষের মুখে পড়েন কঙ্গনা।

এসবের মধ্যেই ৯ সেপ্টেম্বর মুম্বাইতে যাচ্ছেন কঙ্গনা। কারও ‘বাবার’ ক্ষমতা থাকলে যেন তাঁকে আটকানো হয় বলেও প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিনেত্রী। হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা রানাওয়াত। তাই কঙ্গনার নিরাপত্তা প্রসঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।

হিমাচল প্রদেশের সুপারিশের পরেই কঙ্গনার নিরাপত্তা দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কঙ্গনাকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে। অভিনেত্রীর সঙ্গে থাকবেন তিনটি শিফট মিলিয়ে তিনজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক এবং ১০-১১ জন কম্যান্ডো। বাড়িতে মোতায়েন থাকবেন সিআরপিএফ জওয়ানরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই ঘোষণার পর কঙ্গনা রানাওয়াত টুইটে বলেন, এতেই প্রমাণ হয়ে গেল কোনও ফ্যাসিবাদী শক্তি জাতীয়তাবাদী কণ্ঠকে রোধ করতে পারবে না। অমিত শাহর কাছে কৃতজ্ঞ ভারতের মেয়েদের আত্মসম্মান রক্ষা করার জন্য।


উল্লেখ্য, সুশান্ত মামলা নিয়েই শুধু নয়, এর আগে পালঘর সাধু হত্যা মামলায় মুম্বাই পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।