Wednesday, November 19, 2025
দেশ

১৭৫০০ ফুট উচ্চতায় পথ হারানো তিন চিনা নাগরিকের প্রাণ বাঁচালো ভারতীয় সেনা

গ্যাংটক: লাদাখ ইস্যুতে বর্তমানে চিনের সঙ্গে উত্তেজনা তুঙ্গে ভারতের। অরুণাচল প্রদেশে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে চিনা সেনার বিরুদ্ধে। এদিকে উল্টো ছবিটাই ধরা পড়ল সিকিমে। মানবিকতার অনন্য নজির গড়ল ভারতীয় সেনা। সিকিমের ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় পথ হারানো তিন চিনা নাগরিককে উদ্ধার করে তাঁদের নিরাপদে ফেরত পাঠালো ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, ১৭,৫০০ ফুট উচ্চতায় উত্তর সিকিমের পাহাড়ি এলাকায় পথ হারিয়ে ফেলে চিনা নাগরিকদের একটি দল। ওই দলে দু’জন পুরুষ এবং এক জন মহিলা ছিলেন। পাহাড়ি এলাকার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথ হারিয়ে ফেলেন ওই তিন চিনা নাগরিক। তীব্র ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা।

টহলদারি চালানোর সময় ওই তিন চিনা নাগরিককে দেখতে পায় ভারতীয় সেনা। তাঁদের পরিচয় জানার পর উদ্ধার করে নিয়ে যান জওয়ানরা। এরপর ওই তিন জনকে খাবার-জল, গরম পোশাক এবং অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করে ভারতীয় সেনা। পরে তাঁদের বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে দেন জওয়ানরা। এছাড়া, চিনা নাগরিকদের বিগড়ে যাওয়া গাড়িটির যান্ত্রিক ত্রুটিও ঠিক করে দেন ভারতীয় সেনা জওয়ানরা।

উদ্ধার করা এবং তাঁদের সহযোগিতা করার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই তিন চিনা নাগরিক। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, তিন চিনা পর্যটকের প্রাণ সংশয়ে দেখেই ঝাঁপিয়ে পড়ে জওয়ানরা। তাঁদের সহায়তায় এগিয়ে যান তাঁরা।