Friday, May 17, 2024
Latestদেশ

কাফিল খানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের

লখনউ: উত্তর প্রদেশের চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হল। গত বছর আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে একটি সভায় সিএএ ও এনআরসি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেছিলেন তিনি।

গত মাসেই মুম্বাই বিমানবন্দর থেকে একটি হামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলাতে গত সোমবার তিনি জামিন পেলেও তাকে এখনও জেল থেকে মুক্তি দেওয়া হয়নি। ওই হামলায় বলা হয়েছিল, গত বছর ডিসেম্বর মাসে তিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে উসকানিমূলক মন্তব্য করেছিলেন, যার জন্য দেশের শান্তি বিঘ্নিত হয়েছিল। গত ১৩ ডিসেম্বর এই অভিযোগ দায়ের হওয়ার দু’দিন পরেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ায়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়ানোর পেছনে কাফিল খানের বক্তব্যের ভূমিকা আছে বলে মনে করছে প্রশাসন। তাই কাফিল খানের কার্যকলাপ দেশে নিরাপত্তার অভাব তৈরি করতে পারে ও অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কাতে তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮০ সালে পাস হওয়া জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, কোনও ব্যক্তিকে দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে মনে করা হলে তাকে সরকার আদালতে পেশ না করেই এক বছর পর্যন্ত আটক করে রাখতে পারে।