Thursday, June 19, 2025
Latestদেশ

বিরোধীরা নন, কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী

নয়াদিল্লি: রবিবার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন অরবিন্দ কেজরিওয়াল। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালো আম আদমি পার্টি (আপ)।

জানা গেছে, রবিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে খোলা আমন্ত্রণ থাকছে দিল্লির সকল সাধারণ মানুষের জন্য। ওই মঞ্চকে ব্যবহার করে রাজনীতি করা হবে না।

আপ নেতা গোপাল রায় বলেন, দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হবে না।

গোপাল রায় বলেন, রবিবার দিল্লির রামলীলা ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা আমন্ত্রিত হবেন না। কেজরিওয়াল দিল্লির জনগণের সাথে শপথ নেবেন যারা তাঁকে ফের ক্ষমতায় এনেছেন।

তৃতীয়বার বিপুল ভোটে জয়ের পর কেজরিওয়ালকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এম কে স্ট্যালিন। তবে তাঁদের কাউকেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল না।