Wednesday, October 9, 2024
কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুতে গ্রেফতার আরও ৬

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টলে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। যার ফলে ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ৯ জন। এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।

জানা গেছে, নতুন করে ধৃত ধৃত ৬ জনকে বুধবারই আদালতে তোলা হবে। তাদের পুলিশি হেফাজতে নেওয়ার চেষ্টা করছে পুলিশ বলে খবর। 

এদিকে একটি মহলের দাবি, পুলিশের সামনে কি বয়ান দিতে হবে, তা নিয়ে ছাত্র মৃত্যুর রাতেই ‘ক্লাস’ নেওয়া হয়েছিল। 

জানা গেছে, এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অমিতাভ দত্ত এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। ইতিমধ্যেই ডিন অফ স্টুডেন্টসকে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।