Sunday, May 19, 2024
দেশ

JNU ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

নয়াদিল্লি: গুলিটা প্রায় কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ। সোমবার সংসদের ভবনের সামনে কনস্টিটিউশন ক্লাবের ‘খওফ সে আজাদি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জেএনইউ-এর ছাত্রনেতা উমর খলিদ। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী।

পুলিশ জানিয়েছে, সোমবার দিল্লির রফি মার্গে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন উমর খালিদ। সে সময় হেলমেট পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্লাবের সামনে এসে বাইক দাঁড় করায়। কোমর থেকে পিস্তল বার করে গুলি ছুড়েই ফের বাইকে চেপে পালিয়ে যায় সে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সাদা শার্ট পরা ওই যুবককে ধরার চেষ্টা করতে গেলে শূণ্যে গুলি ছুড়তে ছুড়তে চম্পট দেয় আততায়ী। হাত ফসকে পড়ে যায় পিস্তলটি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর খালিদ বলেন, ‘দেশজুড়ে একটা ভয়ের আবহ চলছে। যাঁরাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাঁদেরই ভয় দেখানো হচ্ছে।’