Monday, May 6, 2024
দেশ

মুখ্যসচিব নিগ্রহের মামলায় কেজরিওয়াল সহ ১১ আপ বিধায়কের বিরুদ্ধে চার্জশিট

নয়াদিল্লি: মুখ্যসচিব অংশু প্রকাশ নিগ্রহের মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ দলের ১১ বিধায়কের নাম উঠে এল চার্জশিটে। এনিয়ে একপ্রকার হইচই পড়ে গিয়েছে দিল্লিতে। সোমবার ওই চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। দোষী প্রমাণিত হলে, সর্বনিম্ন এক বছরের জেল হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিগ্রহের শিকার হন দিল্লির মুখ্যসচিব। আমআদমি পার্টির নেতারা তাঁকে মারধর করেছেন বলে থানায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন। মামলায় কেজরিওয়াল সহ আপের একাধিক নেতার নাম উল্লেখ করেছিলেন অংশু প্রকাশ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে দিল্লি পুলিশ।

ঘটনার তদন্তে নেমে আমানুল্লা খান ও আপ বিধায়ক প্রকাশ জারওয়ালকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গত ১৮ মে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তিন ঘণ্টা জেরা করে পুলিশ। জেরা করা হয় উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়াকেও। মুখ্যমন্ত্রীর ঘরের সব সিসিটিভ ফুটেজ পরীক্ষা করেও দেখা হয়।

এদিকে আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, ১৯ ফেব্রুয়ারি রাতে মুখ্যসচিব অংশু প্রকাশকে মারধর করা হয়নি। কেজরিওয়ালের বদনাম করেতে এটা একটি গভীর ষড়‌যন্ত্র। এর পেছনে হাত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।