Saturday, May 18, 2024
দেশ

পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যের আবেদন খারিজ, NEET-JEE হবেই: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে জয়েন্ট মেইনস ও নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ-সহ ছয় রাজ্য রিভিউ পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অতএব, পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পরীক্ষা। উল্লেখ্য, গত পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জয়েন্ট মেইনস।

পশ্চিমবঙ্গ-সহ ৬ অ-বিজেপি রাজ্য পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড় NEET ও JEE পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছিল। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট দিনেই পরীক্ষা হবে। এদিকে, রবিবার ছত্তিশগড় সরকার পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিবহণ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।

এদিন সুপ্রিম কোর্টের তিন বিচারকের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি অশোক ভূষণ। ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর রিভিউ পিটিশন খতিয়ে দেখে শীর্ষ আদালত জানিয়ে দিল, NEET ও JEE স্থগিত হবে না। ফলে বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেল জয়েন্ট মেইনস ও নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার যাবতীয় আইনি পথ।