Tuesday, March 19, 2024
FEATUREDদেশ

ইতিহাস গড়লো ইসরো, একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ দেশের বৃহত্তম রকেটের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বড় সাফল্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো)। রবিবার সকাল ৯টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতের সবচেয়ে বড় ‘লঞ্চ ভেহিকেল মার্ক- ৩’ (এলভিএম ৩) রকেট।

ইসরোর সঙ্গে চুক্তি হয়েছিল ওয়ানওয়েব গ্রুপের। সংস্থাটি মোট ৭২টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের বরাত দিয়েছিল ইসরোকে। সেই চুক্তি অনুযায়ীই রবিবারের উৎক্ষেপণ। এর আগে ২০২২ সালের ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো।


জানা গেছে, কৃত্রিম উপগ্রহ নির্ভর ইন্টারনেট পরিষেবা দেবে এই ৩৬টি স্যাটেলাইট। এগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের কক্ষপথ বা ‘লো আর্থ অরবিট’-য়ে প্রতিস্থাপিত হবে। এগুলি প্রায় ৮৭.৪ ডিগ্রি বাঁক সহ ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। ৩৬টি স্যাটেলাইটের মোট ওজন ৫৮০৫ কেজি।