Tuesday, March 19, 2024
রাজ্য​

বাম আমলে চিরকুট সুপারিশে মিলেছে বহু চাকরি, প্রকাশ্যে স্বীকারোক্তি উদয়ন গুহর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকদিন বাম আমলে চিরকুট সুপারিশে চাকরি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই হাটে হাড়ি ভাঙলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বাবা প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহও চিরকুটের সুপারিশে বহু মানুষকে চাকরি হয়েছে সেকথা স্পষ্ট জানিয়েছেন উদয়ন।

উদয়ন গুহ জানিয়েছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য কোনও যোগ্যতার মানই ছিল না। মাধ্যমিক পাশ হলেই কোটায় চাকরি হয়ে যেত।

তিনি বলেন, ‘বাম আমলে কোটার চাকরি ভাগ হত। সেই সময় আমি ফরওয়ার্ড ব্লক করতাম। বলতে দ্বিধা নেই, চাকরির একটা বড় ভাগ থাকত সিপিএমের দখলে, দ্বিতীয় পার্টি হিসেবে একটা অংশ ফরওয়ার্ড ব্লকের জন্য আর বাকি সামান্য অংশ আরএসপি, সিপিআইয়ের নামে ভাগ হত। কোটা অনুযায়ী যার নাম দেওয়া হত সেই হয়ে যেত মাস্টার।’

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, ‘এই দুর্নীতির দায় আমারও। এই দায় আমি এড়াতে চাইছি না। আমি চাইছি সত্যিটা সামনে আসুক। কিন্তু আমি যখন বিধায়ক হয়েছি তখন তো এই সিস্টেমটা ছিল না। তখন তো কোটা সিস্টেম উঠে গেছে। মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। জয়েন্টে ভাল রেজাল্ট করেও চাকরি হয়নি মেধাবী ছাত্রদের। তখন তো ডাক্তারিতে সিট অনেক কম থাকত। সেকেন্ড ডিভিশনে পাশ করে মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তার হয়েছে অনেকেই। আমার কাছে ১০০ জনের নামের তালিকা আছে। যদি কেউ দেখতে চায় আমি দেখিয়ে দিতে পারি। আর কয়েকজন মিলে বসে যদি আলোচনা করি তাহলে সেই নামের তালিকা আরও দীর্ঘ হবে।’