Sunday, April 28, 2024
দেশ

নাবালকের সঙ্গে জোরপূর্বক সঙ্গম, তরুণীকে ১০ বছরের কারাদণ্ড

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নাবালকের সঙ্গে জোরপূর্বক যৌন সঙ্গম করায় তরুণীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল ইন্দোর আদালত। পকসো আইনের অধীনে ভারতে এই প্রথম কোনও মহিলাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ইন্দোরের ১৯ বছরের ওই তরুণীর বিরুদ্ধে ১৫ বছরের নাবালককে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে। ইন্দোর আদালত অভিযুক্ত ওই তরুণীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৩০০০ টাকা জরিমানা করেছে। এছাড়া নির্যাতিত নাবালককে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

জানা গেছে, ২০১৮ সালে ওই তরুণী ১৫ বছর বয়সী নাবালককে অপহরণ করে। নাবালকের পরিবার বনগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করে পুলিশ। গুজরাট থেকে উদ্ধার করা হয় ছেলেটিকে। আটক করা হয়েছে অভিযুক্ত ওই তরুণীকে।

পুলিশের কাছে নির্যাতিত নাবালক জানায়, ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত তাকে গুজরাট নিয়ে যায়। সেখানে একটি কারখানায় কাজ করতে বাধ্য করা হয় তাকে। যাতে বাড়িতে যোগাযোগ করতে না পারে সেজন্য তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। এরপর ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করা হয়।

পুলিশ ওই নাবালকের মেডিক্যাল পরীক্ষা করে। ধর্ষণের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩৬৩ (অপহরণ) এবং পকসো আইন ২০১২ অধীনে অভিযুক্ত তরুণীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।