Thursday, March 28, 2024
দেশ

বিতর্কিত জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর করতে চলেছে ওমান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিতর্কিত মৌলবাদের প্রচারক জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে চলেছে ভারত সরকার। ভারতীয় ইন্টালিজেন্স এজেন্সি সূত্রে খবর। এ বিষয়ে ইতিমধ্যেই ওমান প্রশাসনের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

জানা গেছে, আগামী ২৩ শে মার্চ জাকির নায়েককে ওমানে আমন্ত্রণ জানানো হয়েছে। জাকির নায়েকের প্রথম বক্তৃতা 23 মার্চ, 23 মার্চ রমজানের প্রথম দিন এবং দ্বিতীয় বক্তৃতা 25 মার্চ সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ওমানের কর্মকর্তারা বিতর্কিত এই ধর্মীয় প্রচারককে আটক করে ভারতের কাছে তাকে হস্তান্তর করতে পারে বলে খবর। বিষয়টি নিয়ে ওমানের রাষ্ট্রদূতের সাথে ভারতের বিদেশ মন্ত্রকের কথা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষের দিকে জাকির নায়েকের সংগঠনকে ভারতে নিষিদ্ধ করা হয়। হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে আসা হয়েছিল জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে। এরপরে ভারত থেকে পালিয়ে বাঁচেন জাকির নায়েক। আশ্রয় নেন মালয়েশিয়াতে। মালেশিয়ার আইনও ভঙ্গ করেন তিনি। তবে তার আগেই মালয়েশিয়ার নাগরিকত্ব পেয়ে যান তিনি।

ব্রিটেন, কানডা সরকার জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করেছে। কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের উচ্ছ্বসিত প্রশংসা করেন জাকির। জাকির নায়েক বলেছিলেন, “সব মুসলিমেরই জঙ্গি হওয়া উচিত।”

2016 সালে, ঢাকা বিস্ফোরণ মামলায় জড়িত সন্ত্রাসীরা স্বীকার করেছিল  যে তারা প্রচারকের বক্তৃতা দ্বারা প্রভাবিত হয়েছিল।

2019 সালে, হিন্দু এবং চীনা মালয়েশিয়ানদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার পরে জাকিরকে মালয়েশিয়ায় বক্তৃতা দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এ ঘটনায় তাকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

তথ্যসূত্র: OP India