Sunday, May 19, 2024
কলকাতা

৩০ জুন অবধি সব যাত্রীবাহী ট্রেন বাতিল করল রেল, শুধু চলবে শ্রমিক ও বিশেষ ট্রেন

নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হল, ৩০ জুন অবধি সব যাত্রীবাহী ট্রেন বাতিল করা হল। টিকিটের পুরো দাম ফিরিয়ে দেওয়া হবে। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে চলবে শুধু শ্রমিক স্পেশাল ট্রেন ও ১৫ জোড়া বিশেষ ট্রেন।

রেলমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, অগ্রিম কেটে রাখা ৩০ জুন পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। তবে কেবলমাত্র শ্রমিক স্পেশাল ট্রেন ও বিশেষ ১৫ জোড়া ট্রেন চলবে। উল্লেখ্য, গত ১ মে থেকে চালু হয় শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন। ১২ মে থেকে শুরু হয়েছে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন।

২২ মার্চ থেকে রেগুলার প্যাসেঞ্জার ট্রেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত ১২ মে থেকে প্রথম শুরু হয়েছে স্পেশাল ট্রেন চলাচল। দিল্লির সঙ্গে অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিসগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলঙ্গানা ও ত্রিপুরাকে যুক্ত করছে এই বিশেষ ১৫ জোড়া ট্রেন।

উল্লেখ্য, দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৩ জন। দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯,২১৯ জন ও সুস্থ হয়ে উঠেছেন ২৬,২৩৪ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ২,৫৪৯ জনের।