Monday, May 6, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২,২৯০, মৃত্যু ২০৭ জনের

কলকাতা: রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৯০ জন। মৃত্যু হয়েছে ২০৭ জনের। সেরে উঠেছেন ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন।

করোনা মোকাবিলায় আগামী দিনে রেড জোনভুক্ত এলাকার মধ্যে কিভাবে ছাড় দেওয়া হবে, তা নিয়ে নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রেড জোনের মধ্যে ৩টি ভাগ করা হবে। রেড জোন A, রেড জোন B এবং রেড জোন C। রেড জোন A-তে কোনও ছাড় দেওয়া হবে। রেড জোন B এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

রেড জোন C হল- কনটেনমেন্ট জোনের বাইরে ব্যারিকেড দেওয়া অংশ, সেখানে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। শুক্রবারের মধ্যে পুলিশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এদিকে, গোটা দেশে করোনা পজিটিভের সংখ্যা ৭০,০০৩ জন। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৭২২ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। দেশে করোনার সক্রিয় কেস ৪৯,২১৯টি। এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন ২৬,২৩৪ জন। মোট মৃত্যু হয়েছে ২,৫৪৯ জনের।