Saturday, April 27, 2024
দেশ

ভারতে এবার চালু হবে ‘স্লিপার ক্লাস’ বন্দে ভারত এক্সপ্রেস, প্রথম দফায় ২০০টির বরাত দিল রেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ভারতে চালু হতে চলেছে স্লিপার ক্লাস (Sleeper class) বন্দে ভারত এক্সপ্রেস। এর জন্য প্রস্তুতি তুঙ্গে। জানা গেছে, প্রথম দফায় ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেট নির্মাণের অর্ডার দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

এই ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেটের মধ্যে ১২০টি ট্রেনসেট তৈরি করবে রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিং। বাকি ৮০টি তৈরি করবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম।