Thursday, April 18, 2024
দেশ

দেশজুড়ে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নীতি প্রণয়নের নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে হবে। কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কেন্দ্রকে ঋতুকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যের বিষয়ে অভিন্ন জাতীয় নীতি বাস্তবায়ন করতে বলা হয়েছে। দেশের প্রতিটি স্কুলের শৌচালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তাতে বলা হয়েছিল, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থা করা হোক। রায়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে।

সোমবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ পাঠিয়েছে। নোটিশে দেশের সব স্কুলে ছাত্রীদের টয়লেটের সংখ্যা কত, সেগুলির পরিস্থিতি কেমন এবং স্যানিটারি প্যাড সরবরাহ সংক্রান্ত তথ্যও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। স্কুলগুলিতে প্যাড ভেন্ডিং মেশিনের জন্য কত টাকা বরাদ্দ এবং ব্যবহৃত প্যাড ফেলার কি ব্যবস্থা আছে সে সম্পর্কেও জানতে চেয়েছে আদালত।

সুপ্রিম কোর্ট বলেছে, কেন্দ্রীয় সরকারের উচিত সব রাজ্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা। এ বিষয়ে অভিন্ন জাতীয় নীতি তৈরি ও তা বাস্তবায়ন করা।