Friday, March 29, 2024
রাজ্য​

বাদ গেল না শিশুদের খাবারও! বাংলায় মিড-ডে মিলে ৬ মাসে ১০০ কোটি দুর্নীতি, বলছে কেন্দ্রের রিপোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার পশ্চিমবঙ্গের মিড-ডে মিলে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মিড-ডে মিলে তেলাপোকা, আরশোলা-সহ নিম্নমানের বলে অভিযোগ উঠেছিল। এর পরেই কেন্দ্রের রিভিউ কমিটি আসে ঘটনার তদন্ত করেছে। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রের কাছে। সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, বাংলায় ১৬ কোটি মিড-ডে মিলের কোনও হিসেব নেই। যার ফলে ১০০ কোটি টাকার তছরুপের অভিযোগ উঠেছে। ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্টে এই গরমিল ধরা গিয়েছে। এছাড়া, মিড-ডে মিলে বরাদ্দের থেকে ৭০ শতাংশ কম কম খাবার সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ।

রাজ্যের বিভিন্ন স্থান থেকে মিড-ডে মিল নিম্নমানের বলে অভিযোগ উঠছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মিড ডে মিলে তেলাপোকা, আরশোলার ছবি। এরপরেই জানুয়ারি মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে জয়েন্ট রিভিউ মিশন তৈরি হয়। তাদের রিপোর্টে এই ১০০ কোটি টাকার গরমিল উঠে এসেছে বলে জানা গিয়েছে।

ওই রিপোর্টে বলা হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি ১৪০ কোটি ২৫ লাখ মিড-ডে মিল দেওয়া হয়েছে। কিন্তু জেলা থেকে রাজ্যের কাছে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ১২৪ কোটি ২২ লাখ মিড-ডে মিল দেওয়া হয়েছে। অর্থাৎ, ১৬ কোটি মিড-ডে মিল বাবদ ১০০ কোটি টাকার অতিরিক্ত হিসেব দেখানো হয়েছে। যদিও কেন্দ্রের এই তথ্য মিথ্যা বলে দাবি করেছে রাজ্য সরকার।