Sunday, May 19, 2024
দেশ

চিনকে কড়া জবাব দিতে সীমান্তে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল সেনাকে

নয়াদিল্লি: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) চলা উত্তেজনা পরিস্থিতি নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। সেনাপ্রধান এম এম নারাভানে, অ্যাডমিরাল কর্মবীর সিংহ এবং বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া।

সোমবার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন রাজনাথ সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার জয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মিলিটারি প্যারেডে যোগ দেবেন রাজনাথ সিং। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিনের প্রতিরক্ষামন্ত্রীও।

পূর্ব লাদাখের গালওয়ানের উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন এবং ৭৬ জন আহত হন। এরপরেই পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরী বৈঠকে বসেন রাজনাথ সিং।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, স্থলসীমান্ত, আকাশসীমা এবং সমুদ্রপথে চিনা গতিবিধির উপর ‘কড়া নজর’ রাখার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। প্রসঙ্গত, ভারতের সঙ্গে চিনের সীমান্ত রয়েছে প্রায় ৩,৫০০ কিলোমিটার। পাশাপাশি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর চিনা সেনার যে কোনও আগ্রাসী আচরণের কড়া জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, সেনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং পরিস্থিতি বুঝে তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে। লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়িয়েছে বায়ুসেনা। শনিবারই বায়ুসেনা প্রধান মার্শাল আর কে এস ভাদুরিয়া জানান, খুব ভালোভাবে তৈরি আমরা, সেনা মোতায়েনের কাজও ভালোভাবে হয়েছে।