Wednesday, May 8, 2024
দেশ

রাজ্যসভায় দ্বিগুণ শক্তি বাড়াল বিজেপি

নয়াদিল্লি: রাজ্যসভায় কংগ্রেসের তুলনায় দ্বিগুণ আসনে এগিয়ে বিজেপি। মোট ২৪৫টি আসনের মধ্যে প্রায় ১০০টি আপাতত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে রয়েছে। শুক্রবার ৮ টি রাজ্যে রাজ্যসভা ভোটের ১৯টি আসনের মধ্যে ১০টি জয়ী হয়েছে এনডিএ। এর ফলে সংসদের উচ্চকক্ষে বিজেপির সাংসদ সংখ্যা ৮৬ আর কংগ্রেসের ৪১ জন।

এছাড়া এআইএডিএমকে’র সাংসদ ৯ জন, বিজেডি’র ৯ জন, ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ ৬ জন। ফলে রাজ্যসভায় আরও বাড়ল এনডিএ জোট সরকারের শক্তি। এর ফলে বিল পাশের ক্ষেত্রে কোনও বাধার সম্মুখীন হতে হবে না এনডিএ সরকারকে।

উল্লেখ্য, আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২টি আসনে জয়লাভ করে। বাকি ১৯টি আসনে ভোট হয়। শুক্রবার রাজ্যসভা নির্বাচনে বিজেপি ৮টি, কংগ্রেস ও ওয়াইএসআর কংগ্রেস ৪টি করে আসন জিতেছে। বাকিরা ৩টি করে আসনে জয়লাভ করেছে।

মধ্যপ্রদেশের ৩টি আসনের দু’টিতে জয়লাভ করেছেন বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিংহ সোলাঙ্কি। একটিতে জয়লাভ করেছে কংগ্রেসের জয়ী প্রার্থী দিগ্বিজয় সিংহ। ঝাড়খণ্ডের দু’টি আসনের একটিতে জিতেছেন জেএমএমের শিবু সোরেন। অন্য একটি আসনে জয়লাভ করেছে বিজেপি।

মেঘালয় ও মিজোরামে জিতেছে এনডিএ-র দুই শরিক- এনপিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট। মণিপুরে একটিমাত্র আসনে জিতেছেন বিজেপির বিজেপি প্রার্থী মহারাজা সানাজাওবা। সব মিলিয়ে এনডিএ-র দখলে ১১টি আসন, ইউপিএ-র ৪টি। অন্ধ্র প্রদেশের ৪টি আসনে জয়লাভ করেছে বিজেপি ঘনিষ্ঠ ওয়াইএসআর কংগ্রেস।