Thursday, May 9, 2024
FEATUREDজীবনযাপন

ইউটিউবের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন সুজান ওয়োজসিকি (Susan Wojcicki)। গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট আইএনসি এই খবর নিশ্চিত করেছে। ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন এবার ইউটিউবের সিইও পদে বসতে চলেছেন।

জানা গেছে, ৫৪ বছর বয়সী সুজান ওয়োজসিকি তাঁর পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী। নজর দিতে চান স্বাস্থ্যের প্রতিও। এছাড়াও তিনি নজরে দেবেন ব্যক্তিগত প্রোজেক্টে। তাই বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মের ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুজান ওয়োজসিকি।

সুজান দীর্ঘ নয় বছর ইউটিউবের যাবতীয় দায়িত্ব পালন করেছেন। এবার তার জায়গায় ইউটিউব সামলাবেন নীল মোহন। তিনি ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন।

 

সুজান বিগত ২৫ বছর ধরে তিনি গুগলের প্রতিষ্ঠাতা সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত। গুগলের আগে তিনি ইন্টেলে কাজ করেছেন। তাঁর বাড়ির গ্যারাজ থেকেই পথচলা শুরু করেছিল ইউটিউব। এরপর তিনি গুগলে যোগ দেন। গুগলে বিজ্ঞাপন পণ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি ইউটিউবের সিইও হন। দীর্ঘ ৯ বছর এই পদে দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে, ভারতীয় বংশোদ্ভূত নীল মোহনও দীর্ঘদিন ধরে ইউটিউবের সঙ্গে যুক্ত। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। ২০০৮ সালে গুগলে যোগ দেন তিনি। এরপরে ২০১৫ সালে তিনি চিফ প্রোডাক্ট অফিসার হন। ইউটিউব শর্টস, ইউটিউব টিভি ও মিউজিক তৈরির পিছনে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।