Monday, May 20, 2024
দেশ

‘ভারতের সঙ্গে যুদ্ধ হলে ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে পাকিস্তান’

নয়াদিল্লি: পাকিস্তান ও চিনকে একসঙ্গে মোকাবেলায় প্রস্তুত ভারত। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান ও চিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ভারতের সঙ্গে যুদ্ধে ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে পাকিস্তান। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের সাবেক কমান্ডার বিএস জাসওয়াল এমনটাই দাবি করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে জাসওয়াল বলেন, ‘পরমাণু যুদ্ধে জড়ালে ভারতই জয়ী হবে। আর চিনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বে একা হয়ে পড়বে বেইজিং। এ ধরনের কিছু ঘটলে কঠোর জবাব দেয়া হবে।

তিনি বলেন, ‘আমরা একইসঙ্গে দুই দেশকে মোকাবেলায় প্রস্তুত। যদি আমরা পাল্টা জবাব দিই, তবে পাকিস্তান প্রস্তর যুগে ফিরে যাবে। পুরো পাকিস্তানকে ধ্বংস করে দেবো আমরা।’

সাবেক এই কমান্ডার বলেন, ‘চিন যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশটি।’