Thursday, May 9, 2024
দেশ

হ্যাকারের হুমকি, অফিসিয়াল অ্যাপ মুছে দিল কংগ্রেস

নয়াদিল্লি: হ্যাকারের হুমকি পেয়েছে কংগ্রেস। তাই নিজেদের অফিসিয়াল মোবাইল অ্যাপ মুছে দিল দলটি। জানা গেছে, গুগল প্লে-স্টোরে সার্চ দিলে অফিসিয়াল মোবাইল অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না।

হ্যাকার গ্রুপটি লিখেছে, ‘আমরা ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনছি। আইএনসি(ইন্ডিয়ান কংগ্রেস) সদস্যপদ প্রক্রিয়ায় যোগ দিতে কিছু সময় পরে ভিজিট করুন।’

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপ নাগরিকের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে পাচার করে দিচ্ছে বলে রবিবার অভিযোগ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সোমবার রাহুল গান্ধীর ওই অভিযোগের পাল্টা জবাব দিতে ইলিয়ট অ্যান্ডারসন নামের এক হ্যাকারের টুইটকে ভিত্তি করে বিজেপি জানায়, কংগ্রেসের অ্যাপ সিঙ্গাপুরে তথ্য পাচার করে দিচ্ছে।

সোমবার অ্যান্ডারসন দাবি করেন, ‘যখন কোনও গ্রাহক কংগ্রেসের অ্যাপে ঢোকেন, তখন তাঁর ব্যক্তিগত তথ্য সিঙ্গাপুরে অ্যাপের সার্ভারে চলে যায়।’ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হেড দিব্যা স্পন্দনা।