Friday, May 17, 2024
দেশ

বাংলাদেশকে কোভিশিল্ডের ২০ লাখ ডোজ উপহার দিচ্ছে ভারত

নয়াদিল্লি: ভারতের হাতে টিকা চলে আসলে তা প্রতিবেশী দেশগুলির কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখতে চলেছে নয়াদিল্লি। প্রতিশ্রুতি মতো এবার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা কোভিশিল্ডের (Covishield) ২০ লাখ ডোজ বাংলাদেশে পাঠাতে চলেছে ভারত। আগামী ২০ জানুয়ারি বিশেষ বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে কোভিশিল্ড ২০ লাখ ডোজ করোনার টিকা।

ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে, ২০ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে ২০ লাখ ডোজ করোনার টিকা। ড্রাগ রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিডিএ) ভ্যাকসিন সংরক্ষণের দিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিএইচএস সুবিধার মধ্যে রাখা হবে এই ভ্যাকসিন।

বলে রাখি, ভ্যাকসিন নেওয়ার জন্যে গত নভেম্বর মাসে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল বাংলাদেশ সরকার। তার ভিত্তিতেই বুধবার প্রথম দফার করোনার টিকা পৌঁছাবে বাংলাদেশে। এরপরে আগামী ৬ মাসে প্রতি মাসে সেরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ করে (প্রতি মাসে ৫০ লাখ করে, মোট ৩ কোটি) ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাংলাদেশকে করোনার টিকা দেবে ভারত। এনিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক ভারতের হাই কমিশনকে চিঠি লিখেছে। বাংলাদেশ সরকার ও সেরাম ইন্সটিটিউটের মধ্যে ৩ কোটি কোভিশিল্ডের ডোজের চুক্তি হয়েছিল।

ভারতের হাতে টিকা আসার আগে বাংলাদেশ সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেই প্রতিবেশী দেশগুলিকে করোনার ভ্যাকসিন পাঠাবে কেন্দ্র। সেই কথা মতোই এবার বিশ্বের বিভিন্ন প্রান্তে টিকা পৌঁছে দিচ্ছে ভারত।