Sunday, May 19, 2024
দেশ

রাফায়েলকে আরও শক্তিশালী করতে বিধ্বংসী হ্যামার মিসাইল কিনছে ভারত

নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই পতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারত। আগামী ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে আসছে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। রাফায়েলকে আরও শক্তিশালী করতে ভারত সরকার এবার ফ্রান্স থেকে জরুরী ভিত্তিতে হ্যামার মিসাইলও কিনছে। এটি রাফায়েল যুদ্ধবিমানে যুক্ত করা হবে।

উল্লেখ্য, লাদাখে সীমান্ত বিবাদ চলাকালেই সেনাবাহিনীকে জরুরী ভিত্তিতে ভিতরে যুদ্ধাস্ত্র কেনার জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এরপরেই রাফায়েলের সঙ্গে হ্যামার যুক্ত করার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই হ্যামার মিসাইল ৬০-৭০ কিলোমিটার দূরের যেকোনও লক্ষ্য বস্তুতে অব্যর্থভাবে আঘাত হানতে সক্ষম।

সূত্রের খবর, খুব অল্প সময়ের মধ্যে হ্যামার মিসাইলের বরাত দেওয়া সত্ত্বেও ফ্রান্সের তরফ থেকে তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা জরুরী ভিত্তিতে এই হ্যামার মিসাইল চেয়েছে, তাই প্রস্তুত হ্যামার মিসাইলই ভারতের হাতে তুলে দেবে ফ্রান্স।

এই বিষয়ে সরকারি আধিকারিক জানিয়েছেন, ফ্রান্সের আধিকারিকরা ছোট নোটিশে আমাদের রাফায়েল বিমানের জন্য হ্যামার মিসাইল দেওয়াতে সম্মতি জানিয়েছে। ভারতীয় বায়ুসেনা এই মিসাইলের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ফ্রান্সের আধিকারিকরা অন্য দেশের কোটা থেকে হ্যামার মিসাইল কমিয়ে ভারতকে দেবে।