Sunday, May 19, 2024
দেশ

রাশিয়া থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিধ্বংসী মিসাইল সিস্টেম কিনছে ভারত

নয়াদিল্লি: সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে অস্ত্র কেনায় বিশেষ গুরুত্ব দিয়েছে ভারত। গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার বর্বরোচিত আক্রমণের কড়া জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করে তোলা হচ্ছে। লক্ষ্য একটাই চিনকে কুপোকাত করা।

সীমান্তে চিনের বাড়বাড়ন্ত রুখতে রাশিয়ার থেকে বিধ্বংসী এস ৪০০ মিসাইল সিস্টেম কিনছে ভারত। এবার দেশের সুরক্ষায় থাকছে অ্যান্টি-এয়ারক্রাফ্ট ওয়েপন সিস্টেম তথা সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। চিনের সঙ্গে সীমান্তে সংঘাত চরমে পৌঁছতেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মিসাইল কেনার জন্য রাশিয়াকে প্রস্তাব দেন।

জানা গিয়েছে, প্রথমে ভারতের এই প্রস্তাবে রাজি হয়নি রাশিয়া। অনেক টানাপোড়েনের পর রাজি হয় রাশিয়া। ফলে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এস ৪০০ মিসাইল সিস্টেম হাতে পাচ্ছে ভারত।

এস ৪০০ মিসাইল সিস্টেম মাটি থেকেই আকাশপথে যে কোনও হামলার মোকাবিলা করতে পারে। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে পারে শত্রুপক্ষের কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট, ক্রুজ মিসাইল, ব্যালেস্টিক মিসাইল, যে কোনও যু্দ্ধ বিমান, ড্রোনকে। একবারে তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র নিয়ে যেতে পারবে এস ৪০০ মিসাইল সিস্টেম। ফলে নিমিষেই শুক্রপক্ষকে ঘায়েল করা যাবে।

এটিতে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা। উপগ্রহর সঙ্গে সরাসরি যোগাযোগ স্পাপন করতেও সক্ষম এটি। যার মাধ্যমে বহু দূরে থাকা বিমান বা মিসাইলকে চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারে এস ৪০০ মিসাইল সিস্টেম।