Sunday, April 28, 2024
দেশ

২০২১ সালে বিদেশি বিনিয়োগে শীর্ষে গুজরাট, নবম স্থানে পশ্চিমবঙ্গ

কলকাতা: করোনা পরিস্থিতিতে জেরে ধুঁকছে দেশের অর্থনীতি। তার মধ্যেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (Foreign direct investment) এর তথ্য প্রকাশিত হলো। যাতে রীতিমতো রেকর্ড গড়লো ভারত। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পেশ তথ্য অনুযায়ী, ২০২০-২১ আর্থিক বছরে দেশে দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগের শীর্ষে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট।

রিপোর্ট অনুযায়ী, ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতে ৮ হাজার ১৭২ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। ভারতীয় মুদ্রায় যা ৫ লাখ ৯২ হাজার ২৮৩ কোটি টাকা। এর মধ্যে শুধু বিজেপি শাসিত গুজরাটেই ২ লাখ ১৯ হাজার ৯৮ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। সেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। তবে এবার এই প্রথম নয়, এ নিয়ে টানা ৪ বছর শীর্ষে গুজরাট।

গুজরাটের পরে রয়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। তৃতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বৃদ্ধি পেয়েছে ২৭ শতাংশ এবং চতুর্থ স্থানে থাকা কর্ণাটকে ১৩ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১৯ হাজার ৭৩৪ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে ঝাড়খণ্ডে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ১৯ হাজার ২০০ কোটি টাকা। সপ্তম স্থানে থাকা হরিয়ানায় বিনিয়োগ হয়েছে ১৩ হাজার ৬৬১ কোটি টাকা। অষ্টম স্থানে থাকা তেলঙ্গানায় বিদেশি বিনিয়োগ এসেছে ১১ হাজার ৩৩২ কোটি টাকা। তালিকায় নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৪ হাজার ১০৩ কোটি টাকার। দশম স্থানে থাকা উত্তরপ্রদেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৪ হাজার ১০৩ কোটি টাকা।

ভারতে সবথেকে বেশি বিনিয়োগ করেছে সিঙ্গাপুর (২৯ শতাংশ)। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (২৩ শতাংশ), তৃতীয় স্থানে রয়েছে মরিশাস (৯ শতাংশ)।