Thursday, January 16, 2025
আন্তর্জাতিক

মাত্র ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়লেন এই নারী

নয়াদিল্লি: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest)। যেটির উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১ ফুট)। এটির চূড়ায় আরোহণের জন্যে সারা বছরই আরোহীদের ভিড় লেগে থাকে। মাউন্ট এভারেস্ট জয় করা যে কোনও পর্বতারোহীর কাছেই স্বপ্নের মতো। মাত্র ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েছেন হংকংয়ের সাং ইন-হাং (Tsang Yin-hung)।

৪৪ বছর বয়সী সাং ইন-হাং একজন স্কুল শিক্ষিকা ছিলেন। পর্বত জয়ের নেশায় এই নিয়ে তিনবার এভারেস্ট জয় করলেন তিনি। ২০১৭ সালে তিনি সাং ইন–হাং হংকংয়ের প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। এবার ২৫ ঘণ্টা ৫০ মিনিটে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়লেন তনি। তাঁর আগে কোনো মহিলা পর্বতারোহী এত কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি।

এভারেস্ট বেস ক্যাম্পের সমন্বয়ক জ্ঞানেন্দ্র শেষ্ঠ জানান, সাং ইন-হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে ২৯ হাজার ৩১ ফুট (৮৮৪৮.৮৬ মিটার) উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেছেন। গত শনিবার বেলা ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে রওনা হয়ে পরের দিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছে যান তিনি। যার ফলে একজন নারী হিসেবে দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন তিনি।

এর আগে এই রেকর্ডটি নেপালি নারী পর্বতারোহী পুঞ্জ ঝাংমু লামার দখলে ছিল। ২০১৮ সালে ৩৯ ঘণ্টা ৬ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তিনি।

তবে এখনই স্বীকৃতি পাচ্ছেন না সাং ইন-হাং। এজন্য তাঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করতে হবে। উপযুক্ত তথ্য-প্রমাণ জমা দিতে হবে। সনদ পেলে আনুষ্ঠানিকভাবে নারী পর্বতারোহী হিসেবে সবথেকে কম সময়ে এভারেস্টের চূড়ায় ওঠার স্বীকৃতি পাবেন।