Sunday, May 19, 2024
দেশ

বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টি ভারতে

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টি ভারতে। এমনই একটি পরিসংখ্যান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অর্গ্যানাইজেশন। হু-র প্রকাশিত রিপোর্টে বিশ্বের দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টিই ভারতে। তালিকায় রয়েছে নয়াদিল্লি, কানপুর, বারাণসী, গ্বোয়ালিয়র।

সংঘাতিক দূষণের তালিকায় নয়াদিল্লি ও কানপুরের পাশাপাশি রয়েছে বারাণসী, ফরিদাবাদ, গয়া, পাটনা, আগ্রা, মুজাফফরপুর, শ্রীনগর, গুড়গাঁও, জয়পুর, পাতিয়ালা ও ‌যোধপুর। এরপরেই রয়েছে, কুয়েতের আল সালেম, চিন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহর।  গ্বোয়ালিয়র, ভারতের সবচেয়ে দূষিত শহর। সেখানে পিএ ১০ ও পিএম ২.৫-এর উপস্থিতি হু নির্দেশিত মাত্রার থেকে ১৭ শতাংশ বেশি রয়েছে। ১০ জনের মধ্যে নয় জন মানুষই দূষিত আবহাওয়ায় নিঃশ্বাস নেন।

হু জানাচ্ছে, পুরো বিশ্বে বায়ু দূষণের কারণে মারা যান ৩ কোটি ৮০ লাখ মানুষ। এরমধ্যে দক্ষিণ এশিয়াতেই মৃত্যু হয় দেড় কোটি মানুষের। হু ওই পরিসংখ্যান থেকে জানা ‌যাচ্ছে, বাড়ি, শিল্প, কৃষিক্ষেত্র, যানবাহন এবং কয়লা প্ল্যান্টে শক্তির অপব্যবহারের জন্যে মূলত বায়ু দূষণ ঘটে। বাতাসে ছোট ছোট কণা যেমন সালফেট, নাইট্রেট এবং ব্ল্যাক কার্বোনের উপস্থিতির জেরে এই প্রাণহানিগুলো ঘটছে। এই বস্তুকণাগুলো মানুষের ফুসফুস পৌঁছে মারাত্মক ক্ষতি করে। তার জেরেই প্রাণ চলে যাচ্ছে সাধারণ নিরীহ মানুষের। বায়ু দূষণের জেরে প্রতিবছর হার্টের অসুখ, ফুসফুসের ক্যান্সার সহ অন্যান্য কার্ডিও ভাসকুলার সমস্যায় মারা ‌যান ৭০ লাখ মানুষ।

বায়ু দূষণের কারণে ৯০ শতাংশ মৃত্যুই হয় কম ও মধ্য আয়ের দেশগুলিতে। এর মধ্যে রয়েছে ভারতও। দূষণ থেকে বাঁচতে বিভিন্ন দেশ একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বলা ‌যোজনার প্রশংসা করা হয়েছে।