Monday, May 6, 2024
দেশ

বিজেপি হাওয়া নয়, ঝড় চলছে কর্নাটকে, প্রচারে বললেন মোদী

বেঙ্গালুরু: কর্ণাটকে ১২ মে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। মঙ্গলবার দলীয় প্রচারে অংশ নিতে গিয়ে মোদী বলেন, ‘রাজ্যে বিজেপি হাওয়া নয়, ঝড় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘খবর হল কর্নাটকে বিজেপি হাওয়া চলছে। যদিও বাস্তব হল, এটা কোনও হাওয়া নয়, এটা ঝড়।’

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ কর্নাটকের চমরাজানগরের সান্থেমমারাহালির একটি সভায় মোদী বলেন, ‘দিল্লিতে খবর হয় যে বিজেপির হাওয়া চলছে। কিন্তু কর্নাটকে আমার প্রথম সভার ভিড় বলে দিচ্ছে কর্নাটকে বিজেপির হাওয়া নয় ঝড় বইছে।’

প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়েদুরাপ্পা কর্ণাটকের মানুষের ভবিষ্যত৷’২২৪টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কারণে ১১৩টি আসন বিজেপি পাবে বলে আশা করছেন দলের নেতারা। সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি বৃহত্তম দল হিসেবে কর্নাটকে আসতে চলেছে। তবে একক ভাবে সরকার গঠন হয়ত বিজেপি করতে পারবেনা। সেক্ষেত্রে নির্নায়ক ভূমিকা নেবে জেডিএস।

প্রসঙ্গত গত ২ মাস ধরে কর্নাটক নির্বাচনের সঙ্গে কোনওভাবে যুক্ত নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনের প্রচার সেরে ফেলেছেন। মনে করা হচ্ছে, সেকথা মাখায় রেখেই প্রধানমন্ত্রীর এবার কর্নাটকে আগমন।

ত্রিপুরার পর বিজেপির জয়ের অশ্বমেধ ঘোড়াকে কর্নাটকেও অবিচল রাখতে বিজেপির লক্ষ্য ইয়েদুরাপ্পার নেতৃত্বে দ্বিতীয় বার কর্নাটক গেরুয়া শিবিরের দখলে নিয়ে আসা।