Saturday, May 18, 2024
Latestদেশ

কংগ্রেস নয়, মোদী সরকারের আমলে ভারতের আমূল পরিবর্তন হয়েছে: জেপি নাড্ডা

নয়াদিল্লি: বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর জন্য কিছুই করেনি। মোদী সরকারের আমলেই ভারতের আমূল পরিবর্তন হয়েছে।

কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর জন্য কিছুই করেনি। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাহিনীর জন্য এক টুকরোও সরঞ্জাম কেনা হয়নি।

জেপি নাড্ডা বলেন, ২০০৪-২০১৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি সরঞ্জাম কেনা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার সাথে সাথে রাফায়েল বিমান, অ্যাপাচি হেলিকপ্টার, ৭টি সাবমেরিন এবং ১.৮৬ লাখ বুলেট প্রুফ জ্যাকেট কেনা হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেসের আক্রমণ করে জেপি নাড্ডা বলেন, কংগ্রেস নেতারা সিএএ সম্পর্কে অজ্ঞ এবং তারা রাজনীতি দ্বারা পরিচালিত, জাতীয়তাবাদ দ্বারা নয়, এ কারণেই তারা এর বিরোধিতা করছে। তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সিএএ নিয়ে দশ লাইন বলার চ্যালেঞ্জ জানান।

জেপি নাড্ডা বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্যে। বিরোধীদের একহাত করে নিয়ে তিনি বলেন, বিরোধীরা কেবল ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, দেশ তাদের কাছে অগ্রাধিকার পায়না। কিন্তু বিজেপি দেশকে সর্বদা অগ্রাধিকার দেয়।