Monday, June 16, 2025
Latestদেশ

বিরোধীরা বলুন পাকিস্তানের নির্যাতিত সংখ্যালঘুরা যাবে কোথায়: অমিত শাহ

নয়াদিল্লি: ফের সিএএ ইস্যুতে বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানে গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবে হামলার প্রসঙ্গে তুলে ধরে রাহুল গান্ধী, কেজরিওয়ালকে তোপ দাগলেন তিনি। অমিত শাহ বলেন, সোনিয়াজি, রাহুলজি, কেজরিওয়ালজি চোখ খুলে দেখুন পাকিস্তানে নানকানা সাহিবে কিভাবে হামলা করা হয়েছে। সংশোধিত নাগরিকরত্ব আইনের যারা বিরোধিতা করছে এটা তাদের মুখের ওপরে জবাব। আক্রান্ত সংখ্যালঘুরা যাবে কোথায়?

শুক্রবার পাকিস্তানের নানকানা সাহিবে হামলার পর রবিবার পাকিস্তানের প্রথম শিখ টিভি অ্যাঙ্কারের ভাইকে খুন করে আততায়ীরা। ফলে ফের ফের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল পাকিস্তানে।

অমিত শাহ বলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, সিএএ নিয়ে ভুল বুঝিয়ে দাঙ্গায় উস্কানি দিচ্ছে তারা। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা নাগরিকত্ব হারাবেন না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।

পাশাপাশি, সিএএ সাপোর্ট হেল্পলাইন নম্বর সম্পর্কেও বিভ্রান্তি দূর করেন অমিত শাহ। তিনি বলেন, এই নম্বরটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, এটি নেটফ্লিক্সের নম্বর। আসলে এটি বিজেপির টোল ফ্রি নম্বর।