Friday, July 12, 2024
দেশ

হিন্দুত্বকে ঘৃণা করে ইন্ডিয়া জোট: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনার সঙ্গে তুলনা করে নির্মূলের নিদান দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। ডিএমকে নেতার কুরুচিকর মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। ডিএমকে যেহেতু ইন্ডিয়া জোটের অন্যতম জোটসঙ্গী সেহেতু এই ইস্যুতে ইন্ডিয়া জোটকে নিশানা করলেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘বিরোধী জোট আসলে হিন্দুত্বকে ঘৃণা করে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে হিন্দু ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। তারা চাইছে সনাতন ধর্মকে শেষ করে দিতে।’

বিরোধী জোটকে নিশানা করে অমিত শাহ আরও বলেন, ‘আপনারা কিসের মূল্যে ক্ষমতায় আসতে চাইছেন? আপনারা সনাতন ধর্ম, দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে অসম্মান করছেন।’

মনমোহন সিংয়ের জমানার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘একবার মনমোহন সিং বলেছিলেন বাজেটে প্রথম অধিকার সংখ্যালঘুদের। কংগ্রেস আসলে ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে বাজেটে প্রথম অধিকার সংখ্যালঘুদের দিয়েছিল।’

উল্লেখ্য, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে সনাতন ধর্ম নিয়ে এহেন কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের তাবড় তাবড় নেতারা কোনো বিবৃতি দেননি।