Saturday, October 5, 2024
রাজ্য​

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, ঝুড়ি-কোদাল নিয়ে রাস্তা মেরামত করতে নামলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। কিন্তু তৃণমূল গঠিত স্থানীয় পঞ্চায়েত সহযোগিতা করছে না। তাই বাধ্য হয়ে বাড়ির সামনে গ্রামের মূল রাস্তা সারাইয়ে হাত লাগালেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ও তাঁর স্বামী শ্রাবণ বাউরি। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঝুড়ি মাথায় পাথর গুঁড়ো নিয়ে রাস্তায় ফেলছেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা। আর বেলচা নিয়ে সেই পাথর তোলার কাজে সাহায্য করছেন তাঁর স্বামী। বিজেপি বিধায়ককে এই ভূমিকায় দেখে ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।

চন্দনার অভিযোগ, ‘বৃষ্টি হলেই রাস্তায় থাকা গর্তে জল জমে যায়। বারবার বিষয়টি স্থানীয় পঞ্চায়েতের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু রাস্তা সারানোর উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। তাই স্বামীকে নিয়ে রাস্তা সারাইয়ে কাজে নেমেছেন তিনি।’

বিজেপি বিধায়ক চন্দনা আরও বলেন, ‘আমি নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে এই রাস্তা মেরামতের চেষ্টা করেছিলাম। কিন্তু শাসকদলের চাপে স্থানীয় প্রশাসন সেই কাজও আটকে দেয়। তাই বাধ্য হয়ে নিজের বেতনের টাকা থেকে কিছু পাথরের গুঁড়ো এনেছি। সেটা আমি এবং আমার স্বামী মিলে রাস্তার গর্ত বুজিয়ে ফেলার চেষ্টা করছি।’