Sunday, May 19, 2024
খেলা

বাংলাদেশকে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

দুবাই: কাজে লাগল না লিটন দাসের দুরন্ত শতরান। শেষ বলে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে ৩ উইকেটে জয় পেল রোহিত শর্মার দল। ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে শেষওভারে ৬ বলে বাকি ছিল ৬ রান। দারুণ চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ কিন্তু শেষরক্ষা হয়নি। প্রথম তিন বল থেকে ৪ রান তুলে নেন দুই ব্যাটসম্যান। পরের দুই বলে ১ রান নিলে জয়ের জন্য শেষ বলে ভারতের প্রয়োজন ১ রান। লেগ বাইয়ে সেই রান তুলে নেয় টিম ইন্ডিয়া। আর এরইসঙ্গে আরও একবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত। তবে বাংলাদেশের লড়াই প্রশংসা আদায় করে নিল।

বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে পৌছতে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হয়ে ভারতকে। প্রথম উইকেটে বাংলাদেশ করে ১২০ রান। মেহেদি হাসান ও লিটন দাসের জুটি ভাঙেন কেদার যাদব। ৩২ রানে মেহেদি হাসানকে ফেরান কেদার যাদব। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৫১ রানে বাংলাদেশের ৫ উইকেট হারায়। এরপর সৌম্য সরকারের (৩৩) সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস। ব্যক্তিগত ১২১ রানে (৬টি চার ও দু’টি ছক্কা) আউট হন লিটন দাস। তাঁকে আউট করেন কুলদীপ যাদব। শেষপর্যন্ত ৪৮.৩ ওভারে ২২২ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদব। দুটি উইকেট নেন কেদার যাদব। একটি করে উইকেট নেন বুমরাহ ও চহ্বাল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান (১৫) ও অম্বাতি রাইডুর (২) উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ৪৮ রানে আউট হন রোহিত শর্মা। এরপর ধোনি ও দীনেশ কার্তিক জুটি বাঁধার চেষ্টা করলেও তা বেশিক্ষণ টেকেনি। দীনেশ কার্তিক করেন ৩৭ রান। ৩৬ রান করে মুস্তাফিজুরের বলে আউট হন ধোনি। কেদার যাদব ১৯ রান করার পর চোটের কারণে অবসৃত হন। তাঁর বদলে ক্রিজে আসেন ভুবনেশ্বর কুমার। তিনি ২৩ রান করে মুস্তাফিজুরের বলে আউট হয়ে যান। রবীন্দ্র জাডেজা ২৩ রান করে আউট হন। এরপর ফের ক্রিজে আসেন কেদার যাদব। তিনি শেষপর্যন্ত ২৩ রানে অপরাজিত থাকেন। কুলদীপ ৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হাসান। একটি করে উইকেট নেন নাজ়মুল ইসলাম, মাশরাফি মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২২ (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মুস্তাফিজ ২*, রুবেল ০; ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চহ্বাল ১/৩১, কুলদীপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)

ভারত: ৫০ ওভারে ২২৩/৭ (রোহিত ৪৮, ধাওয়ান ১৫, রাইডু ২, কার্তিক ৩৭, ধোনি ৩৬, কেদার ২৩*, জাদেজা ২৩, ভুবনেশ্বর ২১, কুলদীপ ৫*; মিরাজ ০/২৭, মুস্তাফিজ ২/৩৮, নাজমুল ১/৫৬, মাশরাফি ১/৩৫, রুবেল ২/২৬, মাহমুদউল্লাহ ১/৩৩)

ফলাফল: ভারত ৩ উইকেটে জয়ী

ম্যাচ সেরা লিটন দাস। টুর্নামেন্ট সেরা শিখর ধাওয়ান।