Thursday, September 19, 2024
খেলা

কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফুটবলে বিরাট সাফল্য ভারতের। ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলো ভারতীয় ফুটবল দল।

মঙ্গলবার বেঙ্গালুরুতে কুয়েতের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অনবদ্য খেলে ভারতকে কাপ জেতালেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। এদিন ফাইনালে টাইব্রেকারে দুটি সেভ করেন গুরপ্রীত।

মোট ৯বার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারত। টানা দু বছর সাফে চ্যাম্পিয়ন হল ভারত।

ম্যাচের ১৪ মিনিটে আল খালিদির গোলে পিছিয়ে পড়ে ভারত। লাল্লিয়ানজুলা ছাহাঙ্গাতের করা ৩৮ মিনিটের গোলে সমতায় ফেরে ভারত। এরপর বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ মিস করে ভারত।