অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি জানালো মুসলিম ল বোর্ড
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এর জন্য ল কমিশন দেশের জনগণ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের কাছে মতামত জানতে চেয়েছিল। এবার অভিন্ন দেওয়ান বিধি নিয়ে নিজেদের আপত্তির কথা ল কমিশনের কাছে জানালো অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড।
মুসলিম ল বোর্ড অভিন্ন দেওয়ান বিধি নিয়ে গত ২৭ জুন এক উচ্চস্তরীয় ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের পর তারা জানিয়েছে, প্রতিটি ধর্মীয় সংখ্যালঘুকে অভিন্ন দেওয়ান বিধিরর আওতার বাইরে রাখা উচিত।
বোর্ডের তরফে ইলিয়াস বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বরাবরই ইউসিসির বিরুদ্ধে। এটা মনে করা হয় যে, বহু ধর্ম ও সংস্কৃতির লোকদের নিয়ে গঠিত ভারতের মতো দেশে ইউসিসির মতো আইন লাগু করা গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন।