Tuesday, May 14, 2024
দেশ

২০২৬ সালের মধ্যেই বাল্যবিবাহ মুক্ত হবে অসম, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাল্যবিবাহ রূখতে বড়সড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ঘোষণা করলেন, ২০২৬ সালের মধ্যেই অসম বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পাবে। এই কু-অভ্যাস বন্ধ করতে প্রতি ৬ মাস অন্তর বাল্যবিবাহের মতো ঘৃণ্য অপরাধে জড়িত ৩ থেকে হাজার মানুষকে গ্রেফতার করা হবে। তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। কিভাবে আগে থেকেই মুখ্যমন্ত্রী গ্রেফতারির সংখ্যা বললেন? তা উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, বাল্যবিবাহের মতো অভিশাপ রুখতে কড়া অভিযান চালাচ্ছে অসম সরকার। বিগত কয়েকদিনে বহু মানুষকে গ্রেফতারও করা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমাদের যে অভিযান শুরু হয়েছে তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যারা শিশু বিবাহ করতে যাবে তাদের বিরুদ্ধে পকসো আইনে (POCSO) মামলা করা হবে। প্রতি ৬ মাসে ৩ থেকে ৪ হাজার মানুষকে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার জেরে গ্রেফতার করা হবে। আমরা শিশু বিবাহের শিকার নাবালিকাদের পুর্নবাসনের ব্যবস্থা করেছি। আমরা ২০২৬ সালের মধ্যে অসমকে বাল্যবিবাহ মুক্ত করার বিষয়ে নিশ্চিত। তখন একটিও বাল্যবিবাহ হবে না রাজ্যে।”