Monday, May 20, 2024
Latestআন্তর্জাতিক

চিন আমাদের বন্ধু, তাই উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে নীরব: ইমরান খান

দাভোস: কাশ্মীর নিয়ে সরব বরাবরই সবর হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে চিনে উইঘুর নিপীড়নে নীরব ভূমিকা পালন করে থাকেন তিনি। যার জন্যে বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখিও হয়েছেন তিনি। তবে এবার নীরবতার ভেঙে তিনি বলেন, চিন আমাদের ভালো বন্ধু এবং অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ইসলামাবাদকে সহায়তা করেছে।

সুইজারল্যান্ডসের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে উইঘুর মুসলিমদের নিপীড়নের ব্যাপারে ইমরান খান বলেন, চিন অত্যন্ত স্পর্শকাতর। যে কারণে ইসলামাবাদ তাদের সঙ্গে উইঘুর ইস্যু নিয়ে আলোচনা এড়িয়ে চলে। তবে কাশ্মীর ইস্যু নিয়ে সমালোচনা করলেও উইঘুর মুসলিম নিপীড়নের বিষয়ে নীরব কেন ?

এই প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, এর পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথমত, ভারতে যা হচ্ছে তার সঙ্গে চিনের উইঘুরদের বিষয়টি তুলনা করার মতো নয়।

দ্বিতীয়ত, চিন আমাদের খুব ভালো বন্ধু। আমার সরকার যখন চরম অর্থনৈতিক সঙ্কটে পড়ে অত্যন্ত কঠিন পরিস্থিতি পার করছিল; সেই সময় চিন আমাদের সহায়তা করেছে। এমন পরিস্থিতিতে আমরা উইঘুর নিয়ে চিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, প্রকাশ্যে নয়। কারণ এই ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর।