Saturday, May 18, 2024
দেশ

বেনজির পদক্ষেপ ভারতের, পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার বুলেটিনও প্রকাশ করছে ভারতীয় আবহাওয়া দফতর

নয়াদিল্লি: করোনা আবহেই নজিরবিহীন পদক্ষেপ নিল ভারত। ভারতীয় আবহাওয়া দফতর (‌আইএমডি) এখন গোটা দেশের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তানের আবহাওয়ার পূর্বাভাসও দিতে শুরু করেছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানা গিয়েছে, এই প্রথম এই ধরনের পদক্ষেপ নেওয়া হল।

মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বহু দিন ধরেই ভারতীয় মৌসম ভবনের বুলেটিনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ইত্যাদি দেশের আবহাওয়ার খবর জানানো হচ্ছিল। তবে ৫ মে থেকে আঞ্চলিক বুলেটিনেও এই সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আঞ্চলিক শাখার প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, মঙ্গলবার থেকে বুলেটিনে এই এলাকাগুলির পূর্বাভাস দেওয়া শুরু হয়েছে।

মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলন, গত বছর ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। তারপরেই এই বিষয়ে পরিকল্পনা করে ভারতীয় মৌসম ভবনের আবহাওয়ার বুলেটিনে এই এলাকাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্তমানে সমগ্র উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার বুলেটিনে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-চণ্ডীগড়-হরিয়ানা, পাঞ্জাব, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান ও পশ্চিম রাজস্থানের সঙ্গে প্রচার করা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের আবহাওয়ার খবর।

উল্লেখ্য, সম্প্রতি গিলগিট-বাল্টিস্তানেও নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। যার তীব্র বিরোধিতা করেছে দিল্লি। এবার পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার বুলেটিন প্রকাশ করে ভারত পাকিস্তানের সেই সিদ্ধান্তের পালটা চ্যালেঞ্জ ছুঁড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।