Sunday, May 5, 2024
দেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ইজরায়লে রাস্তা, জন্মদিনে বিশেষ শ্রদ্ধা নোবেল কমিটির

জেরুসালেম: আজ ৮ মে, ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। ২৫ শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ বছর করোনার আবহে উৎসব-অনুষ্ঠানের আয়োজন না করা হলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকবিকে স্মরণ করা হচ্ছে। কবিগুরুর জন্মবার্ষিকীতে নোবেল কমিটির তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। অন্যদিকে, ইজরায়েল তাঁদের দেশের একটি রাস্তার নামকরণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে।

টুইটারে নোবেল পুরস্কার কমিটি লিখেছে, আমরা মহান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করছি। ১৮৬১ সালে আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কিত কিছু তথ্য ও তাঁর কিছু দুষ্প্রাপ্য ছবিও শেয়ার করেছে নোবেল কমিটি।


ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফেও শ্রদ্ধা জানানো হয়েছে কবিগুরুকে। টুইটে বলা হয়, ইজরায়েলে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। আমরা আজ এবং প্রতিটি দিনই বিশ্বকবিকে সন্মান জানাই। আর সেই কারণে আমাদের দেশের একটি  রাস্তার নাম কবিগুরুর নামে নামকরণ করেছি।


উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের আজকের দিনে কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।