Sunday, May 19, 2024
দেশ

অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া না করলে দ্বিতীয়বার কাশ্মীরের মত পরিস্থিতি হবে: রামদেব

রোহতাক: অসমে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে এবার মুখ খুললেন বাবা রামদেব। রোহতাকের দয়ানন্দ মঠের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, অবৈধভাবে বসবাসকারী প্রত্যেকটি মানুষের অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ। প্রায় ৩ থেকে ৪০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন ভারতে। এদের অবশ্যই চলে যাওয়া উচিৎ।

বাবা রামদেব বলেন, রোহিঙ্গা, বাংলাদেশি বা পাকিস্তানি ভারত থেকে ফিরে যাওয়া উচিৎ সকলেরই। অবৈধ অভিবাসীরা দেশ না ছাড়লে এ দেশে কাশ্মীরের মত পরিস্থিতি তৈরি হবে বলে জানান রামদেব। তিনি মনে করেন, কাশ্মীরের সমস্যার সমাধান আজও হয়নি তাই দ্বিতীয়বার এই পরিস্থিতি এড়াতে গোটা দেশ জুড়ে এনআরসি হওয়া খুবই প্রয়োজন।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা প্রকাশ করে আসাম। নাগরিক পঞ্জিতে নাম তোলার জন্য প্রায় ৩ কোটির বেশি মানুষ আবেদন করেছিলেন। নাম উঠেছে প্রায় আড়াই কোটি মানুষের। প্রায় ৪০ লাখ নাম বাদ পড়েছে সেই নাগরিক পঞ্জি থেকে।

এনআরসি ইস্যু ছাড়াও এদিন সংরক্ষণ ব্যবস্থা নিয়েও মন্তব্য করেন রামদেব। এ বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র দলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য সংরক্ষণ এই নিয়মের পরিবর্তন হওয়া দরকার। দেশে দারিদ্র্য মোচন না হলে, সংরক্ষণ সমস্যাও মিটবেনা। সব শ্রেণির মানুষদেরই সংরক্ষণ দেওয়া উচিৎ তবেই এই সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন রামদেব।