Tuesday, May 7, 2024
দেশ

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে থাকবে না আপ: কেজরিওয়াল

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোটে থাকবে না আম আদমি পার্টি বলে জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। প্রস্তাবিত জোটে যে কংগ্রেসের সঙ্গে যে রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করছে, দেশের সার্বিক উন্নয়নে তাঁদের কোনও ভূমিকা নেই ও সেই কারণেই যে কোনও জোটের দূরেই থাকবে তার দল, মন্তব্য করেছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার, অরবিন্দ কেজরিওয়াল জানান, ২০১৯ এর নির্বাচনে কোনও জোটেই থাকবে না আপ।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, কুমারস্বামী, লালু-মুলায়ম-মায়াবতী, স্ট্যালিন, চন্দ্রবাবু নাইডু, পিনারাই বিজয়ন-সহ কংগ্রেসকে নিয়ে যে বিরোধী ঐক্যের ছবি দেশ সবে মাত্র দেখতেই শুরু করেছিল, সেই বিরোধী ঐক্যে কার্যত ফাটল ধরল। অরবিন্দ কেজরিওয়াল সাফ জানিয়ে দিলেন, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচন-সহ আগামী লোকসভা নির্বাচনে ‘একলা চলো রে’ নীতিতে হাঁটবেন তাঁরা।

একই সঙ্গে কেজরিওয়াল দাবি করেন, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তাঁর সরকার। তিনি আরও দাবি করেন, দিল্লি উন্নয়নের নিরিখে ঢের পিছিয়ে মনোহরলাল খট্টর শাসিত হরিয়ানা। একই সঙ্গে কেন্দ্র সরকারের কাছে হরিয়ানার প্রতিটি শহিদ জওয়ানের পরিবারকে এক কোটি টাকা করে প্রতিদান দেওয়ার দাবিও তুলেছেন কেজরিওয়াল। বিশেষত আম্বালার জওয়ান পরিবারগুলোর কথাই বেশি করে সামনে নিয়ে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।