Monday, April 29, 2024
দেশ

গরিবদের সমস্যার ভাগিদার হতে পেরে গর্বিত: মোদী

লখনউ: কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধী কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছিলেন, তিনি ‘চৌকিদার নন, দুর্নীতির ভাগিদার’। শনিবার উত্তরপ্রদেশের লখনউয়ে এক অনুষ্ঠানে গিয়ে রাহুলের সেই মন্তব্যের জবাব দিলেন মোদী। তিনি বলেন, এই মন্তব্যকে প্রশংসা হিসেবেই নিচ্ছেন। তিনি গরিবদের সমস্যার ভাগিদার।

প্রধানমন্ত্রী বলেন, এখন আমাকে বলা হচ্ছে চৌকিদার না ভাগিদার। রাহুল গাঁন্ধীর এই অভিযোগকে আমি সম্মান হিসেবেই নিচ্ছি। গরিবদের যন্ত্রণা, শ্রমিকদের পরিশ্রম, দুঃখী মায়ের বেদনা, যে গরিব কৃষকের ফসল প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গিয়েছে, হাড়কাঁপানো ঠান্ডা কিংবা প্রবল গরম সহ্য করা সেনা জওয়ানদের সমস্যার ভাগিদার হতে পেরে আমি গর্বিত। যে গরিব পরিবার চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিতে বাধ্য হয়, গৃহহীন, পড়াশোনার সুযোগ না পাওয়া শিশু কিংবা বেকারদের ভাগিদার আমি।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার ২০২২ সালের মধ্যে সব গৃহহীন মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবে। এদিন সভায় নাম না করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে আক্রমণ করে তিনি বলেন, আগে মানুষ কীভাবে জীবন কাটাতেন সেটা আমি জানি। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের একটাই লক্ষ্য ছিল, কীভাবে বাংলো সাজানো যায়।